দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের কুতুবদিয়ায় মো. বাপ্পি হত্যাকাণ্ডে এনসিপি নেতা রিদুয়ানুজ্জামান হেলালী ও তার দুই ভাই শামসুজ্জামান দুদু ও মিজবাহ উদ্দিনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) নিহত বাপ্পির মা রুজিনা আক্তার বাদী হয়ে কুতুবদিয়া থানায় এ মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পশ্চিম লেমশীখালী মতিরবাপের পাড়ার কাইমুল হুদার ছেলে মো. বাপ্পির সঙ্গে খালে জাল ফেলা নিয়ে এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়ক হেলালী ও তার অনুসারীদের বিরোধ চলছিল। এর জের ধরে গত ২২ সেপ্টেম্বর হেলালীর নেতৃত্বে বাপ্পির ওপর হামলা হয়। ওই ঘটনায় বাপ্পি থানায় মামলা করেন।
রোববার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আসামি আক্তার হোসেন কৌশলে বাপ্পিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ‘সেন্টার’ নামক স্থানে হেলালীসহ ৮-৯ জন বাপ্পিকে ঘিরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মারুফ মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, বাপ্পির মা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ ঘটনায় প্রধান আসামি আক্তার হোসেনকে জনতা আটক করে পুলিশের হাতে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.