দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্লাহ (৩৭) নামের এক যুবক মারা গেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজিবনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমান উল্লাহ স্থানীয় ছাবের আহমদের ছেলে ও তিন সন্তানের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির উঠানে গাছের ছায়া পড়ায় আমান উল্লাহ সকালে গাছের ডাল কাটতে ওঠেন। ডাল কাটার পর একটি ডাল বৈদ্যুতিক তারের উপর পড়ে গেলে তা সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার চাচাতো ভাই বোরহান উদ্দিন খোকন (৩৫)। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার সংলগ্ন নূর হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক আমান উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত খোকনকে পরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জিয়া উদ্দিন।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আশিক।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.