দেশচিন্তা ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ১৮ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের দাবিতে গণভোটের বিষয়টিও গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টা ১০ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতের সাত সদস্যের প্রতিনিধি দল। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতৃত্ব দেন প্রতিনিধি দলকে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।
প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে দুপুর সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার জানান, ১৮ দফা দাবির মধ্যে অন্যতম ছিল অবাধ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, সব রাজনৈতিক দলের সভা-সমাবেশের স্বাধীনতা বজায় রাখা এবং প্রশাসনিক হস্তক্ষেপ রোধ করা।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, সংসদ নির্বাচনের চার মাস আগেই লেভেল প্লেয়িং ফিল্ড নষ্টের প্রবণতা দেখা গেছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, সরকারের যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলোর ক্ষেত্রে তারা যেন দৃঢ় অবস্থানে থাকেন।
তিনি আরও বলেন, আমরা চাই নির্বাচন কমিশন প্রকৃত অর্থে স্বাধীনভাবে কাজ করুক, যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.