দেশচিন্তা ডেস্ক: তুরস্কের পশ্চিমাঞ্চলের সিনদিরগি শহরে সোমবার (২৭ অক্টোবর) রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে হওয়া এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। তিন মাসেরও কম সময়ের মধ্যে শহরটিতে এটি দ্বিতীয় ভূমিকম্প। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তুরস্কের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা এএফএডি জানিয়েছে, ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে, এর কম্পন দেশটির অর্থনৈতিক রাজধানী ইস্তাম্বুল ও জনপ্রিয় পর্যটন শহর ইজমিরেও অনুভূত হয়।
ভূমিকম্পের পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এক বিবৃতিতে জানান, তিনটি ভবন ও একটি দোকান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। পরে ওইসব স্থাপনা ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছেন তিনি।
এর আগে গত ১০ আগস্ট সিনদিরগি শহরেই একই মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। তখন একজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হন। পাহাড়ি এই শহরটি ইজমির থেকে প্রায় ১৩৮ কিলোমিটার দূরে অবস্থিত।
তুরস্ক ভয়াবহ ভূমিকম্পের মুখে পড়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সে সময় অন্তত ৫৩ হাজার মানুষের মৃত্যু হয় এবং রাজধানী আঙ্কারাসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। চলতি বছরের জুলাই মাসের শুরুতেও দেশটিতে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে একজন নিহত ও অন্তত ৬৯ জন আহত হন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.