দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে চোরের জন্য পেতে রাখা ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালের দিকে সদর উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে রাত ৮ টার দিকে শিশুর মৃত্যুর বিষয়টি প্রকাশ আসে।
জানা গেছে, প্রতিবেশীর পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাথী মনি (৭) নামে ওই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত সাথী মনি ওই এলাকার মুহাম্মদ আলমগীরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক ব্যক্তি বাড়ির চারপাশে চোর প্রতিরোধের জন্য বৈদ্যুতিক তার টেনে ফাঁদ বসান। বিষয়টি আশপাশের কেউ জানতো না। সকালে খেলার ছলে শিশুটি সেই বাড়ির টিনের বেড়ায় হাত দিলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে মায়ের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, রাতে চোরের উপদ্রব থেকে বাঁচতে ঘরের চারপাশে বিদ্যুতায়িত লোহার তার দিয়ে ঘিরে দেওয়া হয়। প্রতিদিন রাতে সেই ফাঁদে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়, আবার সকালে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিন্তু আজ সকালে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়নি। ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী থানার ওসি মনজুরুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন এবং মামলার প্রক্রিয়া চলমান বলেও সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.