দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইউনিভার্সিটির ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ)-র উদ্যোগে ‘এসওপি টিপস এন্ড ট্রিক্স’ শীর্ষক সেশন পরিচালনা করা হয়েছে। ২৭ অক্টোবর ২০২৫, সোমবার, বিকেল ৩টায় অনুষ্ঠিত এই সেশনে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। রিসোর্স পার্সন ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর জনাব সাদাত জামান খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ)-র অ্যাডভাইজার ড. আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির এসওপির গুরুত্ব, তাৎপর্য ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে কেবল মেধা নয়, সঠিক প্রস্তুতি এবং আত্ম-উপস্থাপনের দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ‘স্টেটমেন্ট অব পারপাজ’ (এসওপি), যা একজন শিক্ষার্থীর চিন্তা, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন। একটি শক্তিশালী এসওপি কেবল ভর্তি প্রক্রিয়ায় নয়, বরং আত্মবিশ্বাস গঠনে এবং নিজের উদ্দেশ্য স্পষ্ট করতে সাহায্য করে। আমি আশা করি, আজকের এই সেশন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস জাগাবে এবং তাদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে অনুপ্রেরণা জোগাবে। প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করে যাচ্ছে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের গ্লোবাল প্রতিযোগিতার জন্য প্রস্তুত করবে।
রিসোর্স পার্সন জনাব সাদাত জামান খান সেশন পরিচালনাকালে বলেন, যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে ভ্রমণ করতে উৎসুক হয়, তখন তাদের সামনে দুটো বিষয় দরকার হয়, একটি রিকমেন্ডেশন লেটার ও আরেকটি স্টেটমেন্ট অব পারপাজ। শিক্ষার্থী কী উদ্দেশ্যে বিদেশের সুনির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে সুনির্দিষ্ট সাবজেক্টে পড়তে চায়, তা এই দুটো বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। সন্তোষজনক ব্যাখ্যার অভাবে অনেকের এডমিশন বাতিল হয়ে যায়। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। আজকের সেশনের উদ্দেশ্য, সুন্দর ও নিখুঁতভাবে এসওপি লেখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা। তিনি আরও বলেন, একটি ভালো এসওপি এমনভাবে লেখা উচিত, যাতে তা আবেদনকারী শিক্ষার্থীর ব্যক্তিত্ব, আগ্রহ এবং ভবিষ্যৎ লক্ষ্য স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এসওপি কখনো কেবল একটি লেখা নয়; এটি আপনার গল্প বলার শিল্প। আজকের সেশনে আমরা বাস্তব উদাহরণ, গঠনমূলক পরামর্শ এবং কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেছি, যা শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়ায় সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। তিনি সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এসওপি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তরও প্রদান করেন।
সভাপতির বক্তব্যে ড. আবদুর রহিম বলেন, আমাদের শিক্ষার্থীরা আজ বৈশ্বিক প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। সেই বাস্তবতায়, এমন সেশনগুলো শিক্ষার্থীদের আত্ম-উন্নয়ন এবং আন্তর্জাতিক সুযোগ গ্রহণে সহায়তা করে। প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে কাজ করছে এবং আজকের এই আয়োজন তারই একটি দৃষ্টান্ত।
সেশনের সার্বিক সহায়তায় ছিলেন ডিএসডব্লিউ ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের কাউন্সিলর ফাইজা চৌধুরী।
এই সেশনে প্রিমিয়ার ইউনিভার্সিটির বিপুল শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেশন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.