দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “কায়েমি স্বার্থবাদীরা যত ষড়যন্ত্রই করুক, দাড়িপাল্লার বিজয় এবার সুনিশ্চিত। এই জোয়ার কেউ ঠেকাতে পারবে না।”
২৫ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় ২৪ নং উত্তর আগ্রাবাদ বসুন্ধরা আবাসিক এলাকায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আল্লাহর সাহায্য ও দিকনির্দেশনা ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। জনগণের বিশ্বাস, কর্মীদের ত্যাগ ও শাহাদাতের বিনিময়েই আজ জামায়াতের পালে বিজয়ের হাওয়া বইছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড জামায়াতের সহসভাপতি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুকে আজম, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের আমীর ইমরানুল হক এবং কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক।
ওয়ার্ড সেক্রেটারি মকছুদুর রহমানের সঞ্চালনায় দারসুল কুরআন পেশ করেন হাফেজ ক্বারী মাওলানা মো. সাদ বিন সাত্তার। এছাড়াও বক্তব্য রাখেন হাবিবুর রহমান, জাফর উদ্দীন ভূঁইয়া, জাফর আহমদ ও শাহ রাশেদুর রহমান।
বক্তারা বলেন, জনগণ এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। দেশের মানুষ দমন-পীড়ন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে দাড়িপাল্লার প্রতীকে ভোট দিতে প্রস্তুত। তারা আশা প্রকাশ করেন, ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণের রাজনীতির মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।
উঠান বৈঠকে এলাকাবাসীর বিপুল উপস্থিতি ও উচ্ছ্বাসে নির্বাচনী পরিবেশে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.