দেশচিন্তা ডেস্ক: পতেঙ্গা সৈকতে অনুষ্ঠিত হলো “প্লাস্টিক ফ্রি জেনারেশন রাইজিং” প্রত্যয়ে পরিচ্ছন্নতা অভিযান, যা তরুণদের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সপ্তাহব্যাপী এসডিজি ফেস্টিভ্যাল অব অ্যাকশন ২০২৫’র দ্বিতীয় দিনে ২৬ অক্টোবর (রোববার) এই আয়োজন করে এসডিজি ইয়ুথ ফোরাম এবং ওয়ান ম্যান আর্মি।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা’র সহযোগিতায় ওয়ান ম্যান আর্মি’র প্রতিষ্ঠাতা মোহাম্মদ তৈয়ব’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন, ইপসা- প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের জোন সুপারভাইজার মোঃ শাহিনুর রহমান, এসডিজি ইয়ুথ ফোরাম’র নেতৃবৃন্দ যথাক্রমে জিয়াউল হক খন্দকার, রাইহান ইসমাইল, আবিরুল হক আবির, কবিতা ত্রিপুরা, এহতেশামুল হক, ওয়ান ম্যান আর্মি’র নেতৃবৃন্দ যথাক্রমে ডিরেক্টর তাইসিফ করিম, মেন্টর সৈয়দ আনোয়ার হোসেন আদিল, কো-অডিনেটর তৌহিদুল ইসলাম, হুমায়ুন কবির অভি প্রমুখ। এতে বক্তারা বলেন, প্লাস্টিকমুক্ত প্রজন্ম গড়ার অভিপ্রায়ে পরিবেশ সচেতন নাগরিক প্রয়োজন। প্রতিটি প্লাস্টিকের বোতল, পলিথিন আমাদের সমুদ্র ও উপকূলীয় জীববৈচিত্র্যের জন্য হুমকি। পর্যটক এলাকা ও সৈকতে যে ছোট ছোট বর্জ্য ফেলা হয়, তা আমাদের সমুদ্র সম্পদকে বিপন্ন করে। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্ম এই সৌন্দর্য এবং অনন্য সম্পদ হারাবে। বক্তারা আরও বলেন, “প্লাস্টিক পরিহার, বিকল্প উপকরণ ব্যবহার, রিসাইক্লিং এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা সমুদ্র ও পর্যটনশিল্পকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী এবং পর্যটকদেরও একযোগে কাজ করতে হবে। অভিযানে সৈকত থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, পলিথিন, খাদ্য মোড়কসহ সকল বর্জ্য সংগ্রহ করা হয় এবং তা সঠিকভাবে নিষ্পত্তি করা হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে বিতরণ করা হয় কাপড় ও পাটের ব্যাগ, যা পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের সচেতনতা বৃদ্ধি করে। এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীরা চট্টগ্রামের পতেঙ্গা সৈকতকে একটি পরিষ্কার, নিরাপদ ও প্লাস্টিকমুক্ত পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.