দেশচিন্তা ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই শপথ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান উপাচার্য ও রাকসু সভাপতি অধ্যাপক সালেহ হাসান নকীব এবং হল সংসদের শপথ পাঠ করান সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষরা।
শপথ অনুষ্ঠানে অতিথিদের আসন গ্রহণ শেষে কোরআন তিলাওয়াত করেন আরবি বিভাগের শিক্ষার্থী যোবায়ের।
পরে কেন্দ্রীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করেন উপাচার্য ও রাকসু সভাপতি অধ্যাপক সালেহ হাসান নকীব। শপথ বাক্য পাঠ শেষে উপাচার্য, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে ধারাবাহিকভাবে ১৭টি হলের প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট হল সংসদের সভাপতি, অর্থাৎ হলগুলোর প্রাধ্যক্ষরা।
শপথ অনুষ্ঠানে রাকসু কোষাধ্যক্ষ ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল হান্নান।
তিনি বলেন, বহুল প্রতিক্ষিত রাকসু নির্বাচন দীর্ঘ ৩৫ বছর পরে অনুষ্ঠিত হয়েছে। যে নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। সফলভাবে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করে কমিশন একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আশাবাদী নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধ থাকবেন।
তারা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্য অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
গত ১৬ অক্টোবর এই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) হন সাবেক সমন্বয়ক ও ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার। এ ছাড়া রাকসুর ২৩টি পদের মধ্যে ২০টি পদে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এর প্রার্থীরা জয়ী হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.