দেশচিন্তা ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর অভিযানে ১০০ কার্টুন বিদেশী মন্ড (Mond) সিগারেট জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
শনিবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের দিক নির্দেশনায় ক্যাপ্টেন অমিত কুমার সাহা এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে বাঘাইছড়ি উপজেলাধীন মধ্যম বাঘাইছড়ি আবাসিক এলাকায় চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তায় বহনকৃত বিদেশী Mond সিগারেট ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় Mond ১০০ কার্টুন সিগারেট জব্দ করে। উক্ত কার্টুনগুলো খুলে Mond ব্রান্ডের ১০০০ প্যাকেট বিদেশী সিগারেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেট এর সর্বমোট সিজার মূল্য ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.