দেশচিন্তা ডেস্ক: অভিনয়ের পাশাপাশি লুক-স্টাইল নিয়ে বরাবরই আলোচনায় থাকেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। এবারও তার ব্যতিক্রম ঘটল না, এক গ্ল্যামারাস লুকে সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে তোলপাড় ফেলে দিয়েছেন এই নায়িকা।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন মিমি। সেখানে দেখা যায়, উজ্জ্বল রেড সিল্ক শাড়ি পরেছেন।
সঙ্গে গলায় ও হাতে সোনার গয়না। খোলা চুল, হালকা মেকআপ আর আত্মবিশ্বাসী ভঙ্গিমায় একের পর এক পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলোতে যেন ঐতিহ্য আর আভিজাত্য একসঙ্গেই ফুটে উঠল।
পুরো এই ফটোসেশনের ক্যাপশনে মিমি দিয়েছেন শুধু নীল হৃদয়ের ইমোজি। কিন্তু মন্তব্যে ঝড় তুলেছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘রেড কুইন!’, কেউ আবার বলছেন, ‘এই লুকটাই মিমির ট্রেডমার্ক।’
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে মিমির অভিনীত সিনেমা ‘রক্তবীজ ২’, যেখানে আবির চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে দর্শকের মন জয় করেছেন তিনি। কাজের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স ও ব্যক্তিত্ব দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.