
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ এ নির্বাচিত প্রতিনিধিবৃন্দের শপথগ্রহণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বেলা ১২টায় সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় সংসদ চাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করান চাকসুর সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। শপথ অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন।
অনুষ্ঠানে ১৪টি হল সংসদে নির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করান স্ব স্ব হলের প্রভোস্ট যথাক্রমে আলাওল হলের প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক, এ.এফ রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন, শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. ফুয়াদ হাসান, সোহ্রাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, শহীদ আবদুর রব হলের প্রভোস্ট প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, প্রীতিলতা হলের প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি, মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, শহীদ মো. ফরহাদ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. অবদুল মান্নান, বিজয়-২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. জান্নাত আরা পারভীন, নবাব ফয়জুন্নেছা হলের প্রভোস্ট প্রফেসর ড. এস.এম. রফিকুল ইসলাম, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট জনাব এ. জি. এম. নিয়াজ উদ্দিন এবং শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ওয়ার্ডেন জনাব সুব্রত দাশ।
প্রধান অতিথির বক্তব্যে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আজকে একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ প্রতিক্ষার পর আমরা সফলভাবে চাকসু নির্বাচন সম্পন্ন করেছি। এ নির্বাচন সফল, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সহযোগিতা করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা পরিবেশ ঠিক রেখেছে বলে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এজন্য এক্ষেত্রে প্রথমে সকল কৃতিত্ব শিক্ষার্থীদের দিতে চাই। এছাড়া আমাদের প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারবৃন্দসহ সংশ্লিষ্ট সকলে অক্লান্ত পরিশ্রম করেছেন নির্বাচন সফল করার জন্য। উপাচার্য বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা দায়িত্ব নিয়েছি। এরপর অগ্রাধিকার ভিত্তিতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাক্সিক্ষত মেগা সমাবর্তন করেছি। এরপর চাকসু নির্বাচন করেছি। আমাদের মাথায় সব সময় একটি চিন্তা কাজ করে কিভাবে শিক্ষার্থীদের সেবা দেওয়া যায়। কারণ আমি মনে করি বিশ্ববিদ্যালয় একটি সেবামূলক প্রতিষ্ঠান। এসময় উপাচার্য চাকসুর সাবেক ভিপি জিএসসহ আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বলেন, নির্বাচিত প্রতিনিধিদের দাবিগুলো যৌক্তিক, নৈতিক এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলে প্রত্যাশা করি। এমন কোনো দাবি আসবে না যেটা বিশ্ববিদ্যালয়ের চলমান কাজকে ব্যাহত করে। এ নির্বাচনকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, চাকসু নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘদিনের অচলায়তন ভেঙেছে। আশা করি চাকসুর মাধ্যমে সকল ক্ষেত্রে অচলায়তন ভাঙবে। এসময় তিনি সবার প্রতি শুভ কামনা জানান।
সভাপতির বক্তব্যে শপথ অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, আজকে আমরা শিক্ষার্থীদের বিশ্বাস করাতে পেরেছি চাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। কারণ দীর্ঘ প্রায় ৩৬ বছর চাকসু নির্বাচন বন্ধ ছিল, বিভিন্ন সময় প্রশাসন আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। এজন্য প্রথমে শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রধান নির্বাচন কমিশনার, সদস্য সচিবসহ কমিশনের সকল সদস্যকে। এছাড়া ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, সকল রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিডাইডিং অফিসারসহ নির্বাচনে যুক্ত সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে ধন্যবাদ জানাই। উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, আজকের শপথ হোক ‘চাকসু টু বাংলাদেশ বিনির্মাণ’ এমন স্লোগানে। আজকের নেতৃত্ব আগামী দিনে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে এমনটাই আমরা প্রত্যাশা রাখি। আমরা চাই শিক্ষার্থীরা সমস্যাগুলো তুলে ধরুক যৌক্তিকভাবে। এরপর আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সেগুলো সমাধান করবো। এসময় তিনি সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাকসুর সাবেক ভিপি আ. ম. শামসুজ্জামান হীরা, সাবেক জিএস আ.ফ.ম মাহমুদুর রহমান, সাবেক ভিপি এস.এম ফজলুল হক, মাজহারুল হক শাহ চৌধুরী ও মো. জসিম উদ্দিন সরকার। সাবেক ভিপি-জিএসরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য, নানা স্মৃতিচারণ এবং চাকসু নির্বাচন থেকে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন। এসময় বক্তব্যে সাবেক ভিপি আ. ম শামসুজ্জামান হীরা বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। গবেষণা ও উদ্ভাবনী কাজেও মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। সাবেক জিএস আ. ফ. ম. মাহমুদুর রহমান বলেন, চাকসু থেকে দেশ গড়ার প্রস্তুতি নিতে হবে। সবাইকে এক হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। সাবেক ভিপি এস.এম ফজলুল হক বলেন, চাকসু নেতৃত্বের মাধ্যমে জাতীয় নেতৃত্ব গড়ে উঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে। প্রশাসনকে ধন্যবাদ জানাই চাকসু নির্বাচন আয়োজন করার জন্য। চাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করার আহ্বান জানান সাবেক ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, সাবেক ভিপি মো. জসিম উদ্দিন সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর ম্যাগাজিনে আমাদের নাম কালি দিয়ে মুছে দিয়েছিল তৎকালীন প্রশাসন। এ প্রশাসন আমাদেরকে জুনিয়রদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এজন্য প্রশাসনের কৃতজ্ঞতা জানাই।
এসময় নবনির্বাচিত ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব ও এজিএস আইয়ুবুর রহমান তৌফিক শুভেচ্ছা বক্তব্য রাখেন। নবনির্বাচিত ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার থাকবো। শিক্ষার্থীরা আমাদের আয়নাস্বরুপ হয়ে কাজ করবেন। ভুল হলে সংশোধন করিয়ে দিবেন, যৌক্তিক সমালোচনা করবেন। সকলের সহযোগিতায় সম্মিলিতভাবে কাজ করতে চাই। নবনির্বাচিত জিএস সাঈদ বিন হাবিব বলেন, আমাদের বিজয় ২৮ হাজার শিক্ষার্থীর বিজয়। তবে এটা প্রাথমিক বিজয়। শিক্ষার্থীদের অধিকার, আশা-আকাক্সক্ষা পূরণ হলে প্রকৃত বিজয় অর্জিত হবে। সকলের সহযোগিতা চাই। সকল শিক্ষার্থীর সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। তিনি বলেন, বর্তমান প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ চাকসু নির্বাচন সুন্দরভাবে আয়োজন করার জন্য। প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠস্বর হয়ে আমরা কাজ করে যাব। এসময় তিনি সকলকে ধন্যবাদ জানান।
এদিন বেলা ১২টায় ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের গ্যাজেট উপাচার্যের নিকট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারবৃন্দ। মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ও ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের সহকারী পরিচালক তাহমিদা খানম এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারবৃন্দ, রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারবৃন্দ, সকল হলের প্রভোস্ট, হোস্টেলের ওয়ার্ডেন, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক, চাকসু কেন্দ্রের পরিচালক, সহকারী প্রক্টরবৃন্দ, হাউজ টিউটরবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রশাসক ও প্রধানগণ, বিভাগ-ইনস্টিটিউটের সভাপতি ও পরিচালকবৃন্দসহ চাকসু নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।