দেশচিন্তা ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে বিশেষ সেমিনার, পুরস্কার প্রদান ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান।
নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন এর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজম। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। সেমিনারে ফারসি ভাষায় নজরুলের উপর বক্তব্য রাখেন ইরানিয়ান ভিজিটিং প্রফেসর মেহরান নাজ্জাফি হাজিবার। এসময় চবি বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. নুরুল আমীন এবং বর্তমান শিক্ষক প্রফেসর শারমিন মুস্তারীকে নজরুল গবেষণায় বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয়। সর্বশেষ নজরুল সংগীত শিল্পী তনুশ্রী দাস এর মনোজ্ঞ সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.