দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী থানার একাধিক ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. শামসুল আলমকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ অক্টোবর) নগরের চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. সামশুল আলম বাঁশখালীর পশ্চিম ডোমরা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, বাঁশখালী থানার দুটি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি শামসুল আলম নগরের চান্দগাঁও বোর্ড স্কুল রুবেল কলোনির সামনে অবস্থান করার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়— শামসুল আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি ডাকাতি, ৩টি অস্ত্র ও ১টি হত্যা মামলা। গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.