দেশচিন্তা ডেস্ক: রাঙ্গামাটির বরকল উপজেলার দুর্গম বরুনাছড়ি এলাকায় কাপ্তাই হ্রদে একটি প্রায় পৌনে এক বছর বয়সী মৃত হাতি শাবক উদ্ধার করতে হিমশিম খাচ্ছে বন বিভাগ। শাবকটির মা-সহ আরও ৭-৮টি বন্য হাতির দল তার চারপাশে অবস্থান নিয়ে পাহারা দেওয়ায় নিরাপত্তার কারণে দুই দিনেও উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি।
গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাঙ্গামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বরুনাছড়ি এলাকায় মৃত হাতি শাবকটির প্রথম দেখা মেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সুবলং রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান। তিনি জানান, হাতি রেসকিউ টিম (ইআরটি)-এর সদস্যদের কাছ থেকে সংবাদ পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং শাবকটি উদ্ধারে চেষ্টা চালায়।
তিনি আরও জানান, মৃত শাবকটির পাশে থাকা মা হাতি ও অন্যান্য বন্য হাতিদের কারণে উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো প্রাণিসম্পদ বিভাগ, ভেটেরিনারি টিম ও বন বিভাগ যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হাতির দলকে তাড়িয়ে দিলে স্থানীয়দের জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার পরিকল্পনা নেওয়া হচ্ছে। শাবকটির মৃত্যুর কারণ ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে।
সুবলং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ইআরটি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মৃত হাতির শাবক দেখে বনবিভাগকে খবর দেয়া হয়। মা হাতিটির পাশে থাকার কারণে মৃত হাতির শাবকটিকে উদ্ধার করা সম্ভব হচ্ছেনা।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের ডিএফও রফিকুজ্জমান শাহ বলেছেন বন্যপ্রাণী সংরক্ষন টীমের সাথে আলোচনা করে মৃত হাতির শাবকটি উদ্ধার করার চেষ্টা করা হবে। তিনি জানান মৃত শাবকটির পাশে ঐ শাবকের মা সহ অন্যান্য বন্য হাতির আরো ৭/৮টি আশে পাশে অবস্থান করার নিরাপত্তার কারনে উদ্ধার করা সম্বব হচ্ছে না।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.