দেশচিন্তা ডেস্ক: অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ ৫ দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেরিক্যাড দিয়ে পুলিশ তাদের পদযাত্রা আটকে দেয়।
সরেজমিনে দেখা গেছে, পুলিশ সদস্য এবং শিক্ষকরা মুখোমুখি অবস্থান করছেন। রাখা হয়েছে জলকামান এবং রায়েট কার। আর শিক্ষা ভবন মোড়ে সড়ক আটকে দিয়েছে পুলিশ।
সড়কে শিক্ষকদের অবস্থানের কারণে পল্টন থেকে প্রেস ক্লাব অভিমুখী সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.