চ্যাম্পিয়নস লিগের এক রোমাঞ্চকর রাতে এমিরেটস স্টেডিয়ামে জ্বলে উঠল আর্সেনাল। ভিক্টর জাইকেরেসের জোড়া গোল আর দলীয় দারুণ পারফরম্যান্সে শক্তিশালী অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল।
প্রথমার্ধে দুদলই বেশ কিছু সুযোগ পেলেও গোলের দেখা পায়নি। আর্সেনালের বুকায়ো সাকা ও ডিক্লান রাইস সুযোগ নষ্ট করেন, আর অ্যাতলেটিকোর হয়ে হুলিয়ান আলভারেজ শট নেন পোস্টের বাইরে।
বিরতির পর যেন বদলে গেল খেলাটা। ৬০ মিনিটে ডিক্লান রাইসের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন গ্যাব্রিয়েল মাগালহায়েস। এরপর তরুণ মাইলস লুইস-স্কেলির দুর্দান্ত দৌড়ে তৈরি হয় দ্বিতীয় গোলের সুযোগ, যা ঠাণ্ডা মাথায় ফিনিশ করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
এরপরই আলো ছড়ান সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর জাইকেরেস। প্রথমে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে গোল, এরপর কর্নার থেকে রাইসের পাসে গ্যাব্রিয়েলের হেডে বল তার পেটে লেগে গোলরেখা পেরোয়। মাত্র তিন মিনিটেই দুই গোল করে ম্যাচ একেবারে নিজের করে নেন জাইকেরেস।
এই জয়ে টানা তিন ম্যাচে ক্লিনশিট ধরে গ্রুপে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। পুরো মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচে তাদের বিপক্ষে গোল এসেছে মাত্র তিনটি। ইউরোপে পিএসজি ও ইন্টার মিলানের মতো দলগুলোর সঙ্গেই এক কাতারে এখন আর্তেতার আর্সেনাল।
ম্যাচ শেষে অ্যাতলেটিকো কোচ দিয়েগো সিমিওনে ছিলেন স্তব্ধ, আর আর্সেনাল কোচ আর্তেতা ছিলেন আত্মবিশ্বাসী। ছয় ম্যাচের টানা জয়ে শিরোপার স্বপ্ন এবার আরও জোরালোভাবে দেখছে আর্সেনাল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.