দেশচিন্তা ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সোমবার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনরায় আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি ট্রাম্পের সেই দাবিকেও অস্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে।
গত সপ্তাহে ট্রাম্প ইসরায়েলের সংসদে জানিয়েছেন, গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে একটি "শান্তি চুক্তি" করতে পারে, তা খুবই ভালো হবে। তবে খামেনি বলেছেন, যদি চুক্তি জোরপূর্বক চাপের মাধ্যমে করা হয় এবং ফলাফল পূর্বনির্ধারিত থাকে, তা চুক্তি নয়, বরং জোরাজুরি ও হুমকি। এর মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, ইরান স্বাধীনভাবে কোনো চাপের মধ্যে চুক্তি গ্রহণ করবে না।
খামেনি বলেছেন, "ট্রাম্প বলেন, তারা ইরানের পারমাণবিক শিল্পকে বোমা মারছে এবং ধ্বংস করেছে। খুব ভালো, তবে স্বপ্ন দেখতেই থাকুন!" তিনি আরও বলেন, "ইরানের পারমাণবিক সুবিধা আছে কি নেই, তা আমেরিকার কী কাজে লাগে? এসব হস্তক্ষেপ অনুচিত, ভুল এবং জোরপূর্বক।"
এর আগে তেহরান ও ওয়াশিংটন পাঁচ রাউন্ডের পরোক্ষ পারমাণবিক আলোচনায় জড়িত ছিল, যা জুনে ১২ দিনের বিমান হামলার মাধ্যমে শেষ হয়। সেই সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা চালায়। পশ্চিমা দেশগুলো ইরানকে গোপনে পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করে, কিন্তু তেহরান বলেছে, তাদের পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র বিদ্যুৎ শক্তি উৎপাদনের উদ্দেশ্যে, অস্ত্র তৈরির জন্য নয়। তথ্যসূত্র : রয়টার্স
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.