দেশচিন্তা ডেস্ক: দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গার্ল ব্যান্ড ব্ল্যাকপিংকের নতুন অ্যালবামের মুক্তির অপেক্ষা আরো কিছুটা দীর্ঘ হচ্ছে। নভেম্বরেই অ্যালবামটি মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন তা পিছিয়ে যাচ্ছে ডিসেম্বর পর্যন্ত।
ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, ব্ল্যাকপিংকের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রধান ইয়াং হিয়োন সুক এর আগে একটি ব্লগে নভেম্বরে অ্যালবাম প্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন।
তবে এখন জানা গেছে, রোজ, জেনি কিম, লিসা ও জিসু কিমের নতুন অ্যালবাম ডিসেম্বরেই মুক্তি পাবে।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ‘অ্যালবামের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই প্রকাশের নির্দিষ্ট দিন-তারিখ জানানো হবে।’
২০১৬ সালের ৮ আগস্ট যাত্রা শুরু করা ব্ল্যাকপিংক গত ৯ বছরে প্রায় ৩৫টি গান প্রকাশ করেছে। তবে তিন বছর ধরে তারা নতুন কোনো অ্যালবাম প্রকাশ করেনি।
তাদের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’ মুক্তি পায় ২০১৬ সালে। অ্যালবামের ‘হুইসেল’ এবং ‘বোম্বায়াহ’ গান দুটি বিলবোর্ড চার্টে সাড়া ফেলে দেয়। এক মাসের মধ্যে অ্যালবামটির বিক্রি ছাড়িয়ে যায় ১০ লাখ কপি। এরপর ২০২২ সালে ‘বর্ন পিংক’ অ্যালবামের ‘পিংক ভেনম’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়।
এদিকে নতুন অ্যালবামের কাজের পাশাপাশি বর্তমানে ব্ল্যাকপিংক ব্যস্ত রয়েছে বিশ্বভ্রমণ ‘ডেডলাইন’ ট্যুর নিয়ে। ইতিমধ্যে তারা উত্তর আমেরিকা ও ইউরোপে পারফর্ম করেছে। পরবর্তী গন্তব্য তাইওয়ান, ব্যাঙ্কক, জাকার্তা, সিঙ্গাপুর, টোকিও, হংকংসহ একাধিক এশিয়ান শহর।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.