আজ : মঙ্গলবার ║ ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

“ভুয়া ফটোকার্ড তৈরি করে আমার নামে অপপ্রচার – এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন”

দেশচিন্তা ডেস্ক: আমি, মোহাম্মদ শফিউল আলম, চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত একজন প্রার্থী, দৃঢ়ভাবে জানাচ্ছি যে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নাম ও ছবি ব্যবহার করে কিছু ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে এবং সেটির মাধ্যমে আমার সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে।

আমি স্পষ্টভাবে ঘোষণা করছি – উক্ত ফটোকার্ড বা এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রচারণার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও অসৎ প্রচেষ্টা, যার মাধ্যমে আমার ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে।

এই ঘটনার বিরুদ্ধে আমি যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে ভুয়া ফটোকার্ড ও সংশ্লিষ্ট পোস্টসমূহের স্ক্রিনশট ও প্রমাণ সংরক্ষণ করা হয়েছে এবং প্রয়োজনীয় কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

আমি সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকে অনুরোধ করছি – এই ভুয়া তথ্য প্রচার বা পুনঃপ্রচার না করার জন্য এবং কোনো সংবাদ বা বক্তব্য প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করার জন্য।

জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যে কোনো তথ্য বা চিত্র দেখলে অনুগ্রহ করে তা যাচাই-বাছাই না করে বিশ্বাস বা প্রচার করবেন না। বর্তমান সময়ে ভুয়া কন্টেন্ট, বিকৃত ছবি ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে মানুষকে ভুল বোঝানোর প্রবণতা বেড়েছে। তাই প্রত্যেক সচেতন নাগরিকের উচিত- সত্য-মিথ্যা যাচাই করে তবেই মতামত প্রদান বা শেয়ার করা।

আমি বিশ্বাস করি, সঠিক তথ্য ও ন্যায়বোধসম্পন্ন জনগণই এমন অপপ্রচারের জবাব সত্যের মাধ্যমে দেবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ