প্রকাশিত হতে যাচ্ছে কবি তানভীর সিকদার এর কবিতার বই ‘আল্লাহর প্রেমে হোক হৃদয় রঙিন’। বইটি প্রকাশ করছে শুদ্ধস্বর। প্রচ্ছদ করেছেন উবাইদুল্লাহ উমর। বইটির মূল্য রাখা হয়েছে ২২০ টাকা। খুব দ্রুত সময়ে পাঠকের হাতে পৌঁছে যাবে বইটি।
তানভীর সিকদার বলেন, ‘দিনশেষে আমি একত্ববাদে বিশ্বাসী মানুষ। যে অদৃশ্যের প্রতি ঈমান এনে আমরা প্রতিনিয়ত সাজাই তাকওয়ার বাগান, গভীর রজনীতে অনুতাপে ঝরাই চোখের বারি, সেইসব অব্যক্ত অনুভূতিগুলো দিয়েই মূলত সাজানো ‘আল্লাহর প্রেমে হোক হৃদয় রঙিন’। আশা করি বইয়ের কবিতাগুলো পাঠকের ভালো লাগবে।’
তানভীর সিকদার কবিতা লেখার পাশাপাশি প্রজেক্ট ম্যানেজার হিসেবে যুক্ত আছেন মানবিক এনজিও আশ ফাউন্ডেশনে। উপস্থাপনা করছেন শুদ্ধস্বর নামের পডকাস্ট, জড়িত আছেন শব্দচারী আবৃত্তি অঙ্গনেও। পাশাপাশি নিয়মিত আবৃত্তি করছেন বাংলাদেশ টেলিভিশনে। তার অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে ‘ফুল পাখিদের মতো’, ‘সেফটিপিনে গেঁথে আছে মায়াবতী সুখ’, ‘আমাদের জুঁইগুলো সুঁই দিয়ে গাঁথা’।
বইটি পাওয়া যাচ্ছে রকমারি ডটকমসহ দেশের বিভিন্ন বইয়ের দোকানে।
বইয়ের তথ্য:
• নাম: আল্লাহর প্রেমে হোক হৃদয় রঙিন
• লেখক: তানভীর সিকদার
• প্রকাশক: শুদ্ধস্বর
• প্রকাশকাল: ২০২৫
• মূল্য: ২২০৳
• প্রচ্ছদ: উবাইদুল্লাহ উমর
যোগাযোগ:
আব্দুল্লাহ আল মুজাহিদ [মিডিয়া ও প্রেস কো-অরডিনেটর, আলহাজ্ব শামসুল হক ফাউণ্ডেশন, চট্টগ্রাম]।
সংযুক্তিঃ https://drive.google.com/file/d/1kLMIPIBQhv4IYY03NPIy0e8MJgyqivGO/view?usp=drive_link
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.