দেশচিন্তা ডেস্ক: সরকারের প্রতি শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান- প্রফেসর মুহাম্মদ নুরুন্নবীর
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আজ চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। চলমান শিক্ষক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ ও শিক্ষকদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
স্মারকলিপি প্রদান উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী এবং সঞ্চালনা করেন মহানগর অফিস সেক্রেটারি আব্দুল্লাহ মুহাম্মদ সালেহ আকাশ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মো. নূরনবী, সলিমা সিরাজ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহছেন আল হোসাইনী, প্রফেসর সিরাজ উদ্দৌলা, অধ্যক্ষ হোসাইন আহমেদ, মীর মো. আবুল কালাম, মো. আবু সালেহ, নূরুল বশর রাসেল, মাওলানা ওসমান গণি, মাওলানা মো. ওবাইদুল হক, খায়ের উদ্দীন সোহেল ও ওবায়েদুল্লাহ।
সভাপতির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী বলেন, শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে। সরকার শিক্ষাখাতকে অবহেলা করে চলেছে, যা মেধাবী প্রজন্ম গঠনে বড় বাধা। তিনি অবিলম্বে শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জেলা প্রশাসককে নিকট স্মারকলিপি প্রদান পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উল্লেখযোগ্য দাবিসমূহের মধ্যে রয়েছে:
১. বাড়ি ভাড়া ৪৫% হারে প্রদান
২. চিকিৎসা ভাতা ১৫০০ টাকা নির্ধারণ
৩. শতভাগ উৎসব ভাতা প্রদান
৪. ১০৮৯ জন প্রস্তাবিত ইবতেদায়ি মাদরাসা এমপিওভূক্তকরণ
৫. নন-এমপিও শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ ও প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণ
৬. অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া অবসর ভাতা অবিলম্বে পরিশোধ
৭. স্বৈরাচার আমলে বঞ্চিত এমপিওভুক্ত শিক্ষকদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মনে করে, সরকার অবিলম্বে এসব ন্যায্য দাবি মেনে নিয়ে শিক্ষক সমাজের যথাযথ সম্মান ও মর্যাদা ফিরিয়ে দেবে।
সমাবেশ শেষে প্রফেসর মোহাম্মদ নুরুন্নবীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.