ফারুকুর রহমান বিনজ, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলা উদ্দীন দফাদারের বাড়ীতে ৩ বোনের করুণ মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। ১৮ ফেব্রুয়ারি বিকেলে পানিতে ডুবে ৩ বোন মৃত্যু হয়। তারা হচ্ছেন সাদিয়া (৭), মুনতাহিম (৫) ও মাইশা (৩)। তার মধ্যে সাদিয়া ও মুনতাহিম কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম ও শিশু শ্রেণীর ছাত্রী। তারা কোলাগাঁও এলাকার চট্টগ্রাম বন্দর শ্রমিক কফিল উদ্দিনের কন্যা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলের দিকে তারা তাদের তৈরিকৃত নতুন ঘরের আঙিনায় খেলতে বের হয়। এতে তারা নতুন ঘরের পাশে থাকা একটি ডোবায় পড়লে এ দূর্ঘটনার সৃষ্টি হয়। কোলাগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. হারুনের সাথে এব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা আশংকা করছি ছোট বোন মাইশা ডোবায় পড়ে গেলে তাকে সেখান থেকে তাকে উদ্ধার করতে গিয়ে অপর ২ বোনেরও করুণ মৃত্যু হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে এ ডোবার পানির উপরে তাদের ৩ জনের লাশ ভেসে উঠে। এসময় তাদের মায়ের করুণ আত্মচিৎকারে আকাশ ভারী হয়ে উঠে। পরে এলাকাবাসী মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে। এ দৃশ্য দেখে তাদের মা শামীমা আকতার ও পিতা কফিল উদ্দীন বার বার অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয় কবরস্থানের তাদের লাশ দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.