দেশচিন্তা ডেস্ক: সৌদির আলো ঝলমলে মঞ্চে একসঙ্গে দেখা গেল তিন খানকে। দীর্ঘদিন পর একই ফ্রেমে তিন সুপারস্টার, আর সেখানে উজ্জ্বল মুহূর্ত তৈরি হয় যখন সালমান খান প্রকাশ্যে প্রশংসা করলেন শাহরুখপুত্র আরিয়ান খানের পরিচালনা দক্ষতার। বলিউডের রাজপুত্রদের এই মিলনমেলা যেন হয়ে উঠল তারকা-আবেগ আর বন্ধুত্বের এক অনন্য সাক্ষী।
সে অনুষ্ঠানে সালমান বলেন, ‘আরিয়ান নতুন একটি ওয়েব সিরিজ বানিয়েছে; এটা ওর প্রথম পরিচালনা। দারুণ কাজ করেছে ও। যদিও আরিয়ান ক্যামেরার পেছনে থাকতে চায়, আমি চাই ও সামনেও আসুক। আমার বিশ্বাস, যদি আরিয়ান তার বাবাকে ছাপিয়ে যায়, শাহরুখই সবচেয়ে বেশি খুশি হবে।’
সালমানের কথার উত্তরে শাহরুখ খান রসিকতা করে বলেন,‘যদি সালমানের ছেলে থাকত, আমিও চাইতাম সে সবচেয়ে বড় তারকা হোক। তবে সত্যি বলতে, এই প্রজন্ম ভিডিও এবং প্রযুক্তি সম্পর্কে অনেক সচেতন, যা আরিয়ানের কাজেও স্পষ্ট।’
উল্লেখ্য, বলিউডের অন্দরমহলের নানা দিক তুলে ধরেছেন আরিয়ান তার সিরিজে। নেপোটিজম থেকে শুরু করে বিতর্কিত ঘটনাও জায়গা পেয়েছে এতে। সিরিজের একটি সংলাপে সমীর ওয়াংখেড়ে ইস্যু নিয়েও ব্যঙ্গ করেছেন তিনি। এ নিয়ে ওয়াংখেড়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন এবং সিরিজটি নিষিদ্ধের আবেদন জানান। পরে তা খারিজ হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.