দেশচিন্তা ডেস্ক: রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির উদ্যোগে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩য় পর্যায়ে বনজ ও ঔষুধি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ১৮ অক্টোবর (শনিবার) চট্টগ্রাম বালিকা সদন অনাথ আশ্রমের আঙ্গিনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বালিকা সদনের তত্ত্বাবধায়ক ফারহানা চৌধুরী রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি ও রোটার্যক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির ‘একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক আমাদের বাংলাদেশ’ এ মহতী উদ্যোগকে প্রশংসা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব চিটাগাং পোর্ট সিটির সভাপতি এডভোকেট খন্দকার মোহাম্মদ এমদাদুর রহমান। পিপি মোরশেদ আলম, পিপি মুহাম্মদ সাজেদুল হক, আইপিপি জাহেদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি পলাশ বড়ুয়া, রোটার্যক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহ ও বালিকা সদনের ছাত্রীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.