দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজারে নিষিদ্ধ ঘোষিত “জয় বাংলা” স্লোগান দেওয়ার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানসহ ১৩৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে আনোয়ারা থানার এসআই (নিরস্ত্র) মো. আবুল বাশার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— আনিসুজ্জামান চৌধুরী রনি, রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, প্রকাশ পি.এস সায়েম, এম.এ. কাইয়ুম শাহ, রেজাউল করিম অনিস, অসীম কুমার দেব, আমিন শরীফ, মাস্টার মো. ইদ্রিচ, ইয়াছিন হিরু, কাজী মোজাম্মেল হক, মহসিন আলম, নজরুল ইসলাম, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, রাশেদ নেওয়াজ ছুট্ট মেম্বার, শিহাবুজ্জামান প্রকাশ সিহাব উদ্দিন, জাফর উদ্দিন চৌধুরী প্রকাশ ভিপি জাফর, ছগির আহমদ আজাদ, শাহাজাদা এস.এম. মহিউদ্দিন, ইমরান হোসেন বাবু প্রকাশ পি.এস. বাবু, জসিম উদ্দিন আমজাদি, এম.এ. হান্নান চৌধুরী মঞ্জু, অজিজুল হক চৌধুরী নসু, সাজিয়া সুলতানা এবং রনি বল। এছাড়া বাকি ৬০–৭০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজারে ছাত্রলীগের কিছু নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা লাঠি, ইটপাটকেল, রড, দা ও কিরিচ নিয়ে সরকারবিরোধী স্লোগান দেন এবং বাজার ও আশেপাশের এলাকা প্রদক্ষিণ করেন।
পুলিশ খবর পেয়ে রাত ৯টা ৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়। মিছিলে অংশ নেওয়া অনেকেই পালিয়ে গেলে পুলিশ তিনজন— আব্দুল কাদের, আব্দুল খালেক ও মো. আরিফকে আটক করে। এছাড়া ২০টি কাঠের লাঠি, ১০টি আফলা ইটের খোয়া, ২টি দেশীয় লোহার দা এবং ৮টি লোহার টুকরা জব্দ করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, এসআই আবুল বাশার অভিযোগে মামলা রুজু করেছেন। আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.