দেশচিন্তা ডেস্ক: মানবিক ও সামাজিক সংগঠন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি, চট্টগ্রাম এবং লায়ন্স ক্লাব, চট্টগ্রাম এর যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে সারাদিনব্যাপী এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয় সরফভাটা কাজী আব্দুল হামিদ শাহ (রহ.) মসজিদ মাঠে।
এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং অন্যান্য সাধারণ মেডিকেল সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নুর মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন।
চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. এস. এম. আবুল ফজল ও সদস্য সচিব আবুল কালাম চৌধুরীও উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাংগীর আলম চৌধুরী, নাসিম উদ্দিন সিকদার আমিনুল ইসলাম বেলাল, এড. মোসলেহ উদ্দিন, আবদুল করিম চৌধুরী, কান্বন সরকার, রুবেল মাহমুদ, আবু নঈম, হারুণ মাস্টার, নুরুল আবসার মাস্টার, ডাঃ ইয়াকুব,সাংবাদিক কামরুল ইসলাম, ইদ্রিস প্রমুখ।
দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৩ শতাধিক মানুষ চোখের চিকিৎসা এবং ৫ শতাধিক মানুষ ব্লাড ও ডায়াবেটিস পরীক্ষা করান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.