দেশচিন্তা ডেস্ক: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের সীমান্ত এলাকা আবারও সহিংসতার সাক্ষী হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) একটি আত্মঘাতী হামলায় অন্তত সাতজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। সীমান্তের কাছে নিরাপত্তার পরিস্থিতি ফের অস্থিতিশীল হয়ে ওঠার পাশাপাশি, স্থানীয় জনগণ এবং নিরাপত্তা বাহিনী আতঙ্কিত।
হামলার ঘটনা ঘটেছে আফগান সীমান্তের কাছে একটি পাকিস্তানি সামরিক শিবিরে। নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, একটি আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে শিবিরের সীমানা প্রাচীরে ধাক্কা দেন। এ সময় দুইজন জঙ্গি শিবিরে প্রবেশের চেষ্টা করলে তাদের গুলি করে হত্যা করা হয়। হামলায় সাত সেনা নিহত হয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন। এটি সংঘটিত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে চলমান পাল্টাপাল্টি সংঘর্ষ এবং ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিনে। উল্লিখিত যুদ্ধবিরতি শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টায় শেষ হওয়ার কথা ছিল।
এই হামলা ২০২১ সালের পর আফগানিস্তানে তালেবানদের ক্ষমতায় ফেরার পর পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের অবনতির মধ্যে ঘটেছে। পাকিস্তানের দাবি, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান আফগানিস্তানে পাকিস্তানের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি। তথ্যসূত্র : রয়টার্স, আরব নিউজ
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.