দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে প্যাসিফিক জিন্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এনএইচটি ফ্যাশনস কারখানার সামনে এ সংঘর্ষ ঘটে। এক পক্ষের চলমান বিক্ষোভে আরেক পক্ষের বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।
শ্রমিকদের এক পক্ষের বিক্ষোভকে কেন্দ্র করে আরেক পক্ষের সঙ্গে এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
পুলিশ জানায়, প্যাসিফিক জিন্স গ্রুপের ৬টি কারখানা সম্প্রতি বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ করেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে প্রায় ২০০ শ্রমিক কারখানার ফটকের সামনে বিক্ষোভ শুরু করে এবং অন্যদের ভেতরে প্রবেশে বাধা দেয়। পরে আশপাশের ইউনিটের আরও শ্রমিক তাদের সঙ্গে যোগ দিলে সেখানে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান গণমাধ্যমকে বলেন, বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে সম্প্রতি পুলিশ কয়েকজন শ্রমিককে ডেকে গত জানুয়ারিতে ইপিজেডের এক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
তিনিয়া আরও বলেন, সম্প্রতি প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষ পুরোনো ভবন সংস্কারের জন্য একদল শ্রমিককে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয় এবং অন্যদেরও তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নিতে উসকানি দেয়।
বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত। তবে সব কারখানার উৎপাদন এখনো বন্ধ বলে উল্লেখ করেন তিনি।
শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, হঠাৎ দুই পক্ষের শ্রমিকদের মধ্যে বিরোধ হয় ও এক পর্যায়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.