দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় কৃষি জমি থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্থানীয় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব লম্বরি বিলের গ্রামের একটি ধানখেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ আলম প্রকাশ বইল্লা বরো আলম (৪৫) একই এলাকার মৃত মশরফ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।
তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আলমের মরদেহের হাত-পা বাঁধা অবস্থায় ছিল এবং ঘটনাস্থলের পাশে বেশ কয়েকটি লাঠি পাওয়া গেছে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় মাহবুব আহমেদ শাকিল নামে স্থানীয় এক যুবক নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লিখেছেন, ‘স্থানীয় জনগণ বলাবলি করছিল, লোকটির মতো দরিদ্র কৃষকের শত্রু থাকার কথা নয়। তাকে অন্যস্থান থেকে মেরে এখানে এনে ফেলে রেখেছে বলে অনেকের অভিযোগ।’
তিনি আরও লেখেন, ‘আমরা আশাবাদী, ‘শিগগিরই তদন্ত করে এর বিচার নিশ্চিত করবে প্রশাসন, ইনশাআল্লাহ।'
প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.