দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপি দাশ নামের এক ছাত্রদল নেতা নিহতের ঘটনায় গুরুতর আহত অপর ছাত্রদল নেতা তানিমও (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১৫ অক্টোবর) হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া তানিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তামিমের মৃত্যু হয়। মৃত উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার হাটের চৌধুরী বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।
ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় চৌধুরী হাটের দাতারাম সড়ক এলাকার কয়েকজন দুর্বৃত্ত চিকনদন্ডী ইউনিয়নের ছাত্রদল সভাপতি অপি দাশের ওপর নির্মমভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে চিকনদন্ডী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড এলাকার মিন্টু দাশের পুত্র অপি দাশ ও তানিম গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ছাত্রদল নেতা অপি দাশকে মৃত ঘোষণা করেন এবং তানিমকে আইসিইউতে ভর্তি দেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে সাড়ে সাতটায় তামিম মারা যান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.