দেশচিন্তা ডেস্ক: বিদেশী কোন কোচের অধীনে এ পর্যন্ত কোন দেশ বিশ্বকাপ জিতেনি। তবে কার্লো আনচেলত্তি সোমবার বলেছেন ‘সবসময়ই প্রথম’ বলে একটি বিষয় থাকে এবং ব্রাজিলের হয়ে সেই গৌরব অর্জনের জন্য তিনি প্রস্তুত।
মে মাসে দায়িত্ব নেওয়ার সময় ছয় দশকের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশী কোচ হয়েছিলেন এই ইতালীয় এবং তিনি পাঁচবারের চ্যাম্পিয়নদের আগামী গ্রীষ্মে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে সহায়তা করেছিলেন।
গত সপ্তাহে সিউলে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে টোকিওতে জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা।
আনচেলত্তি বলেছেন তিনি নিজের এবং একইসাথে ব্রাজিলের জন্য যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে ইতিহাস গড়ার লক্ষ্যস্থির করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রাজিল জাতীয় দলের জন্য নিজের সেরাটা দেয়াই আমার লক্ষ্য। ব্রাজিল যাতে বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা দিতে পারে সেজন্য তাদেরকে সহযোগিতা করতে চাই এবং একসাথে বিশ্বকাপ জিততে চাই। অবশ্যই কোন বিদেশী কোচের অধীনে কোন দল এখনো পর্যন্ত বিশ্বকাপের শিরোপা জিতেনি। কিন্তু জীবনে সবসময়ই প্রথম বলে একটি বিষয় আছে।’
দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে টেবিলের পঞ্চম স্থানে থেকে বেশ কঠিন অবস্থায় বিশ্বকাপের টিকেট পেয়েছে ব্রাজিল। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনারে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে বিদায় নেয়ায় তিতে সরে যাবার পর চতুর্থ কোচ হিসেবে ব্রাজিল জাতীয় দলে যোগ দিয়েছেন আনচেলত্তি।
আনচেলত্তির অধীনে দক্ষিণ কোরিয়ায় ব্রাজিল দুর্দান্ত পারফরর্ম করেছে। ১৮ বছর বয়সী তরুন তুর্কি এস্তেভাও করেছেন জোড়া গোল। স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা রডরিগো ও ভিনিসিয়াস জুনিয়র।
প্রীতি ম্যাচ হলেও দলের দারুন এই জয়ে সমর্থকরা দারুন উচ্ছাসা প্রকাশ করেছেন। কিন্তু আনচেলত্তি বলেছেন তার দলের এর থেকেও বেশী দেবার ক্ষমতা আছে, ‘সুন্দর ফুটবল খেলার যোগ্যতা ব্রাজিলিয়ান ফুটবলারদের রয়েছে। কিন্তু সুন্দর ফুটবল বলতে কি বোঝায় সেটা নিয়েও চিন্তা করতে হবে। ব্রাজিলের খেলোয়াড়দের ব্যক্তিগত গুন রয়েছে। কিন্তু সবাই মিলে একটি টিমওয়ার্কের মাধ্যমে ফুটবল খেলতে হয় এবং ম্যাচে এগিয়ে যেতে হয়। যেকোন মুভমেন্টে সকলের মিলিত প্রচেষ্টার প্রয়োজন হয়। ফুটবলে এটি খুবই গুরুত্বপূর্ণ।’
৩৩ বছর বয়সী অভিজ্ঞ তারকা নেইমারকে ছাড়াই এশিয়া সফরে এসেছে ব্রাজিল। উরুর ইনজুরির কারনে নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে রয়েছেন এই সুপারস্টার। বিশ্বকাপের আগে নিজেকে ফিট প্রমান করে দলে ফেরাই এখন রেকর্ড এই গোলদাতার সামনে মূল চ্যালেঞ্জ।
আনচেলত্তি স্বীকার করেছেন নেইমারের যোগ্যতা নিয়ে কোন সন্দেহ নেই, ‘নেইমার যদি শারীরিক ভাবে ফিট থাকে তবে অবশ্যই জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে। এতে কোন সন্দেহ নেই। ফিট থাকলে বিশ্বের যেকোন দলেই সে খেলতে পারে।’
আনচেলত্তি দায়িত্ব গ্রহনের পর ব্রাজিল পাঁচ ম্যাচের চারটিতেই কোন গোল হজম করেনি। এর আগে অবশ্য ব্রাজিলের রক্ষনভাগ নিয়ে দারুন সমালোচনা হয়েছিল। এ প্রসঙ্গে নিউক্যাসল মিডফিল্ডার ব্রুনো গুইমারায়েস বলেছেন, ‘আনচেলত্তি ইতালিয়ান, সে দলকে প্রতিরোধ করার কৌশল ভালই জানে। বিশেষ করে বিশ্বকাপের ইতিহাস বলে যে দল কোন গোল হজম না করলে তারাই শিরোপা জিতে। সে কারনে নিজেদের প্রতিরোধ করা খুবই গুরুত্বপূর্ণ।’
এশিয়ান বাছাইপর্বে নিজেদের যোগ্যতা প্রমান করে প্রথম দল হিসেবে আগামী বছরের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জাপান। এর আগে ১৩ বারের মোকাবেলায় তারা কখনই ব্রাজিলকে পরাজিত করতে পারেনি। দলে বেশ কিছু ইনজুরি সমস্যাও রয়েছে। বিশেষ করে ব্রাইটন উইঙ্গার কাওরু মিতোমা ও লিভারপুল মিডিফিল্ডার ওয়াতারু এন্ডোর ইনজুরি দু:শ্চিন্তায় ফেলেছে এশিয়ান পরাশক্তিদের।
কোচ হাজিমে মোরিইয়াসু বলেছেন প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারাতে পারলে সেটা আগামী বছর বিশ্বকাপে দলকে আত্মবিশ্বাস যোগাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জিততে চাই এবং একটি দল হিসেবে সব ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাই। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল। আমরা তাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু আমাদের দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে। যা আমরা কালকের ম্যাচে কাজে লাগাতে চাই।’
সূত্র: বাসস
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.