দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার চিহ্নিত ইয়াবা কারবারি তাজ উদ্দিনকে (৩০) আটক করেছে র্যাব-১৫ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১২ অক্টোবর) রাতে হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক ফারুক আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা এলাকার মৃত সেহের আলীর ছেলে।
তিনি মাদকবিরোধী টাস্কফোর্সের তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারি বলে র্যাব জানিয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এন্টি-নারকোটিকস টাস্কফোর্স কর্তৃক ঘোষিত কক্সবাজার জেলার শীর্ষ মাদক সন্ত্রাসীদের তালিকাভুক্ত ইয়াবা কারবারি মো. তাজ উদ্দিনকে র্যাব-১৫ এর সিপিসি-২ টিম ও ৬৪ বিজিবির সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে মরিচ্যা বাজার এলাকা থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজ উদ্দিন স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. আম. ফারুক বলেন, ‘একজন শীর্ষ ইয়াবা গডফাদারকে আটক করা হয়েছে।
সীমান্ত এলাকায় র্যাবের জিরো টলারেন্স নীতির আওতায় মাদক পাচার ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত রয়েছে। অতীতে অনেক বহনকারী ও সহযোগী আটক হলেও প্রকৃত গডফাদাররা পর্দার আড়ালে থেকে যেত। এখন আমরা সেই মূল হোতাদের চিহ্নিত করে গ্রেপ্তার করছি।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.