দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের মাস্টার্স অব পাবলিক হেলথ ৯বম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর ২০২৫, শনিবার, বিকেল ৩.৩০টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সম্মানিত অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ (লক্ষ্মীপুর জজ কোর্ট) জনাব আবু সালেম মোহাম্মদ নোমান, খাগড়াছড়ি সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. রাজিব পালিত ও প্রিমিয়ার ইউনিভার্সিটির সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, জনস্বাস্থ্য এমন একটি ক্ষেত্র, যা সরাসরি মানুষের জীবনের মানোন্নয়নের সঙ্গে যুক্ত। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা জনস্বাস্থ্যের সমস্যা চিহ্নিত ও গবেষণা পরিচালনা এবং কার্যকর সমাধান বাস্তবায়নের দক্ষতা অর্জন করতে পারবে। বর্তমান বিশ্বে সংক্রামক রোগ, পরিবেশগত ঝুঁকি ও মানসিক স্বাস্থ্যসমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি বিশ্বাস করি, আমাদের বিশ্ববিদ্যালয়ের এমপিএইচ প্রোগ্রাম সমাজে একদল যোগ্য, মানবিক ও দায়িত্বশীল জনস্বাস্থ্য পেশাজীবী তৈরি করবে, যারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মানিত অতিথি ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এমপিএইচ প্রোগ্রাম শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানই দেয় না, বরং সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতাও গড়ে তোলে। শিক্ষার্থীরা এই প্রোগ্রামের মাধ্যমে সমাজে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য শুধুমাত্র অধ্যয়নের একটি ক্ষেত্র নয়; এটি সমাজের মেরুদণ্ড। এটি প্রতিটি ব্যক্তি, প্রতিটি পরিবার, এমনকি প্রতিটি সমাজকে প্রভাবিত করে — বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করা, মানসিক স্বাস্থ্য প্রচার করা, স্বাস্থ্য বৈষম্য মোকাবেলা করা, পরিবেশ দূষণ কমানো এবং বিশ্বব্যাপী পুষ্টি নিশ্চিত করা ইত্যাদির মাধ্যমে।
অনুষ্ঠানে পাবলিক হেলথ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.