দেশচিন্তা ডেস্ক: লাতিন আমেরিকার দলগুলোর ফুটবল ম্যাচ মানেই শরীর সর্বস্ব খেলা। যেখানে শারিরীকভাবেও আগ্রাসী দেখা যায় প্রতিযোগী দলগুলোকে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে লাতিন দেশ আর্জেন্টিনার সঙ্গে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল উত্তর আমেরিকার মেক্সিকো। ম্যাচটিতে হয়েছে হাতাহাতি ও শারিরীক লড়াই। ৩৭টি ফাউলের পর শেষদিকে মেক্সিকোর দুজন লাল কার্ড দেখেছেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে সেমিতে উঠল যুব আর্জেন্টাইনরা।
চিলির ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য দাপট ছিল মেক্সিকোর। তবে তারা কোনো গোলের দেখা পায়নি। বিপরীতে আর্জেন্টিনার পক্ষে একটি করে গোল করে জয় নিশ্চিত করেন মাহের কারিজো এবং মাতেও সিলভেট্টি। ম্যাচের মাত্র নবম মিনিটেই কারিজোর গোলে আলবিসেলেস্তে যুবারা লিড নেয়। চলতি আসরে এ নিয়ে তিনি তৃতীয় গোল করলেন।
৫৬ মিনিটে লিড ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। জোরালো শটে আসরে নিজের দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ সিলভেট্টি। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ২-০ ব্যবধান নিয়ে আর্জেন্টিনা মাঠ ছাড়ে। তবে নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়ান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেক্সিকোর দিয়েগো ওচোয়া এবং সপ্তম মিনিটে তাহিয়েল জিমেনেজকে লাল কার্ড দেখান রেফারি।
তিক্ততায় শেষ হওয়া ম্যাচ জিতে ১৮ বছর পর যুব বিশ্বকাপের সেমিতে উঠল আর্জেন্টিনা। টুর্নামেন্টটিতে চারবারের শিরোপাজয়ী দলটি এর আগে সর্বশেষ সেমিফাইনাল খেলেছে ২০০৭ সালে। অ-২০ বিশ্বকাপের গত ৭ আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পেরেছিল। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার কলম্বিয়ান যুবাদের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.