দেশচিন্তা ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় (মাষ্টার পাড়া সংলগ্ন কাচালং নদীতে) বিশেষ অভিযান পরিচালনা করে (২০১.১৮ ঘনফুট) অবৈধ সেগুন কাঠ আটক করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর আনুমানিক ০২.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর ভারপ্রাপ্ত জোন কমান্ডারের দিক নির্দেশনায় সহকারি পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মাষ্টারপাড়া সংলগ্ন কাচালং নদীতে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত এলাকার অজ্ঞাত অসাধু কাঠ ব্যবসায়ী কর্তৃক চোরাচালানের উদ্দেশ্যে অভিনব কায়দায় মাষ্টারপাড়া সংলগ্ন কাচালং নদীতে পানির নিচে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার কাঠ/গাছের গুড়ি ডুবিয়ে রাখে। পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় পানির নিচ হতে গর্জন কাঠ, কছগাছ ও বাদিগাছ সর্বমোট- ২০১.১৮ ঘনফুট অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার ৪,০২,৩৬০/- (চার লক্ষ দুই হাজার তিনশত ষাট) টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান বলেন মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং চোরাচালান রোধে বিজিবি সর্বদা প্রস্তুত বলে ভারপ্রাপ্ত জোন কমান্ডার (২৭ বিজিবি) আশাবাদ ব্যক্ত করে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.