দেশচিন্তা ডেস্ক: জুলাই সনদ ও পিআর পদ্ধতিসহ পাঁচ দফা গণদাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো: শাহজাহান।
তিনি বলেন, ‘জামায়াতের পাঁচ দফা দাবির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনই প্রমাণ করে এগুলো এখন জনগণেরই দাবি। এই দাবিগুলো বাস্তবায়িত হলে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হবে।’
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ‘বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে পাঁচ দফা দাবি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমির মাওলানা আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো: আইয়ুব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, সহকারী সেক্রেটারি গোলাম মোহাম্মদ তাজ এবং পৌর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদসহ প্রমুখ উপস্থিত ছিলেন। গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, বিগত ৫৩ বছরে সব দল কে দেখা হয়েছে। এবার জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র হবে ইনশাল্লাহ।
বান্দরবানে গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো: শাহজাহান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.