
দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ির রামগড় পৌরসভার ২০২৫- ২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌরসভা এ বাজেট ঘোষণা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসক কাজী শামীম এর সভাপতিত্বে পৌরসভা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম ৭২ কোটি ৪১ লাখ ৪৮ হাজার ৪২০ টাকার এ বাজেট ঘোষণা করেন।
এ সময় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন,শহর সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী, রা,স,উ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল আউয়াল, রামগড় প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু – সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন – যুগ্ম- সম্পাদক মোশারফ হোসেন, সাংবাদিক করিম শাহ্ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ। সভায় বাজেট উপস্থাপন করেন রামগড় পৌরসভার সহকারী হিসাবরক্ষক(অতিরিক্ত) মো.শাহআলম।
এতে আরো উপস্থিত ছিলেন, রামগড় পৌরসভার সহকারী প্রকৌশলী অর্ণব চাকমা, উপজেলা এলজিইডি প্রকৌশলী নাইমুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।