দেশচিন্তা ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ডাক ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয়।
এ বছরের প্রতিপাদ্য হল ‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’। এই প্রতিপাদ্যের মাধ্যমে ডাক সেবার গুরুত্ব, জনগণের সঙ্গে সরকারের সংযোগ এবং টেকসই উন্নয়নে ডাক বিভাগের ভূমিকা তুলে ধরা হয়েছে।
সকাল ৮টায় ডাক ভবন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেন ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা। পরে সকাল ১০টায় ডাক ভবনে দিবসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসের অংশ হিসেবে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘আগামীর ভাবনায় ডাক’ শীর্ষক সেমিনার। সেখানে ডাক বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা, ডিজিটাল প্রযুক্তিতে ডাক সেবার আধুনিকায়ন এবং জনগণের সঙ্গে সংযোগ বাড়ানোর নানা দিক তুলে ধরা হবে।
ডাক দিবস উপলক্ষে দুই দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দ্বিতীয় দিনের আয়োজন হিসেবে: সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হবে।
বিশ্ব ডাক দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা এক বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন। এটি ডাক বিভাগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
ডাক বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্ব ডাক দিবসের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ডাক সেবার আধুনিক রূপ তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। ১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বের্ন শহরে গঠিত হয়েছিল ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। এর স্মরণে প্রতিবছর এই দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.