
দেশচিন্তা ডেস্ক: প্রথমার্ধের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে জালের দেখা পেল আরও দুবার। নাইজেরিয়াকে উড়িয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল প্রতিযোগিতার সফলতম দলটি।
চিলির সান্তিয়াগোয় এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেস প্রাদানোসে বুধবার নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই আলেহো সার্কোর গোলে এগিয়ে যায় দিয়েগো প্লাসেন্তের শিষ্যরা। ২৩তম মিনিটে মাহের কারিজোর গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মুঠোয়।
ম্যাচের ৫৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কারিজো। ৬৬তম মিনিটে নাইজেরিয়ার কফিনে শেষ পেরেক টুকে দেন মাতেও সিলভেত্তি। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে প্রতিযোগিতার ছয়বারের চ্যাম্পিয়নরা।
শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো। আগের দিন চিলিকে ৪-১ গোলে উড়িয়ে শেষ আটের টিকেট পায় তারা।
আর্জেন্টিনার জয়ের রাতে জাপানকে ১-০ গোলে হারিয়ে ফ্রান্স, একই ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়ে নরওয়ে এবং দক্ষিণ আফ্রিকাকে ৩-১ ব্যবধানে হারিয়ে কলম্বিয়া কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
প্রতিযোগিতার ৫বারের চ্যাম্পিয়ন ব্রাজিল ছিটকে গেছে গ্রুপ পর্ব থেকেই।