আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

‘মব সন্ত্রাস বন্ধ ও নিবন্ধিত সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে’

দেশচিন্তা ডেস্ক: দেশব্যাপী মব সন্ত্রাস বন্ধ ও নিবন্ধিত সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের গণজমায়েত গত ৮ অক্টোবর বুধবার বিকাল ৩টায় নগরীর ২নং গেইট বিপ্লব উদ্যানে সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইউনুছ তৈয়বীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় অর্থ উপকমিটির সদস্য মুহাম্মদ আলী হোসাইন, সদস্য এম. জয়নুল আলম। উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মুহাম্মদ ইউসুফ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন মনির, মাওলানা মহি উদ্দীন আলকাদেরী, ইব্রাহিম এমদাদ, মাওলানা আব্দুর রহমান আলকাদেরী, এম.এ মতিন, ফজল আহমদ, নওয়াব আলী, মহসিন, যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণর সভাপতি এনামুল হক এনাম, সহ-সভাপতি মুহাম্মদ মহিউদ্দীন, সহ-সাধারণ সম্পাদক খোরশেদুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন খান, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাব্বির, সাংগঠনিক সম্পাদক সাকিব রেজা, শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সধারণ সম্পাদক মাষ্টার মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ আজিম উদ্দিন, মুহাম্মদ ফারুক, প্রমুখ।
বক্তারা বলেন, পিআর পদ্ধতি চালু হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়বে। এর ফলে বিদেশিরা প্রভাব বিস্তার করার সুযোগ পাবে। বক্তারা আরো বলেন, মব সন্ত্রাসের কারণে দেশে চরম নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সর্বত্র উৎকষ্ঠা এবং উগ্রতা ছড়িয়ে পড়ছে এভাবে চলতে থাকলে দেশ ভবিষ্যতে গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। এমন পরিস্থিতি থেকে উত্তোরণে সংবিধান অনুযায়ী সকল নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ