দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ভোটচুরি, সংঘর্ষ ও হানাহানি বন্ধে পিআর (Proportional Representation) পদ্ধতির বিকল্প নেই। এই পদ্ধতি বাস্তবায়ন হলে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হবে এবং প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হবে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা জামায়াতের আয়োজনে “পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে” অনুষ্ঠিত গণমিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যক্ষ হেলালী বলেন, বছরের পর বছর ধরে দেশে ভোট জালিয়াতি ও হানাহানির রাজনীতি চলছে। এর ফলে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধিকে নির্বাচিত করার সুযোগ হারাচ্ছে। তিনি মনে করেন, পিআর পদ্ধতি চালু হলে সুষ্ঠু নির্বাচন, জবাবদিহিতা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। তিনি আরও বলেন, এই পদ্ধতিই দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ন্যায্যতা ও ভারসাম্য আনতে সক্ষম।
সমাবেশে সভাপতিত্ব করেন নগর শুরা সদস্য ও পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৮ নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমীর তাওহীদ আজাদ।
এতে আরও বক্তব্য রাখেন ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড জামায়াতের আমীর কাজী আব্বাস আলী, থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আরিফ হোসাইন, আজিজুল হক, প্রশাসনিক ওয়ার্ডের সেক্রেটারি ইসমাইল হোসেন এবং শহীদুল্লাহ তালুকদার।
বক্তারা বলেন, পিআর পদ্ধতি গণতন্ত্রকে শক্তিশালী করবে ও ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে। তারা জনগণকে আহ্বান জানান, যেন সবাই এই দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.