দেশচিন্তা ডেস্ক: কতিপয় রাজনৈতিক দলের অশুভ উদ্দেশ্যের কারণে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক জাগপার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে যদি জুলাই সনদের ঘোষণা না দেওয়া হয়, তাহলে সেটা হবে জুলাই যোদ্ধাদের সঙ্গে চরম বেঈমানি। সেইসঙ্গে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
মানববন্ধনে বক্তারা জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধকরণ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।
আসাদুর রহমান খান বলেন, ভারতীয় আগ্রাসনের কারণে বাংলার মানুষকে বারবার রক্ত দিতে হচ্ছে। কিছু রাজনৈতিক নেতা ভারতের টাকায় একেক সময় একেক কথা বলেন। তারা নির্বাচন ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াতে চান। তবে দেশবাসী জানে কারা টাকার বিনিময়ে দেশকে অশান্ত করতে চায়।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সময় থাকতে সাবধান হন, না হলে ছাত্র-জনতা আবারও রাস্তায় নামবে।
জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম বলেন, গাধা পানি খায়, কিন্তু ঘোলা করে খায়—এই প্রবাদের মতো কিছু সুবিধাবাদী সুশীল জুলাই গণ-অভ্যুত্থানের পরিবেশ ঘোলা করছে। আমরা ফ্যাসিবাদ হটিয়েছি, আবার নতুন ফ্যাসিবাদের হাতে দেশ তুলে দিতে পারি না।
তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, কমিশন বাণিজ্য, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ হবে। সবার প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা নেতা আবু বকর ও এম এ হাই।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.