দেশচিন্তা ডেস্ক: শুরুর লড়াইটা করলেন শবনম মোস্তারি। আর শেষটায় ঝড় তুললেন রাবেয়া খান। তাতে দুজনের লড়াইয়ে নারী বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ১৭৮ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
গুয়াহাটিতে এই রানে প্রতিপক্ষ ইংল্যান্ডকে হারাতে হলে দারুণ বোলিং করতে হবে মারুফা আক্তার-নাহিদা আক্তারদের।
তবে তার আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো পায় না বাংলাদেশ। দলীয় ২৫ রানের মধ্যে ২ উইকেট হারানোয়। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে ফিফটি করা ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের ৪ রানের বিপরীতে ডাক মেরে আউট হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
সেখান থেকে মোস্তারিকে সঙ্গী করে দলীয় সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়ে ধাক্কা সামলানোর চেষ্টা করেন শারমিন আক্তার।
তবে ব্যক্তিগত ৩০ রানে শারমিন আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। এক প্রান্ত অবশ্য আগলে রেখে রান বাড়ানোর চেষ্টা করে যান ফিফটি হাঁকানো মোস্তারি।
অষ্টম ব্যাটার হিসেবে যখন আউট হলেন মোস্তারি তখন তার নামের পাশে ৬০ রান। ৮ চারে ইনিংসটি সাজান তিনি।
আর শেষ দিকে যদি অপরাজিত ৪৩ রানের ঝোড়ো ইনিংস না খেলতেন রাবেয়া তাহলে এই সংগ্রহটাও পেত না বাংলাদেশ। ১৫৯.২৫ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৬ চার ও ১ ছক্কায়। পুরো ইনিংসে একটিমাত্র ছক্কার দেখা পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সোফি একলেস্টোন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.