দেশচিন্তা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদকে রাঙামাটিতে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে শহরের বনরূপা ফরেস্ট কলোনি এলাকার আল আমিন মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে নয়টায় শহরের ভেদভেদীতে জেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে ফরহাদকে বরণ করেন। পরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে সংবর্ধনাস্থলে নিয়ে যাওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল আমিন মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম। অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, জেলা জামায়াতের নায়েবে আমির জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি মনসুরুল হক প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার প্রসার ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ বলেন, দেশে যোগ্য নেতৃত্বের বড় অভাব। ফরহাদ যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছেন, তেমনি পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদেরও নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
সংবর্ধিত অতিথি এস এম ফরহাদ তার বক্তব্যে বলেন, আমার পথটা সহজ ছিল না। আমি রাঙামাটির লংগদুর প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছি, যেখানে সরকারি শিক্ষকও থাকতে চান না। তারপরও শিক্ষার প্রতি আগ্রহ থাকলে পাহাড় থেকেও মেধাবী শিক্ষার্থী তৈরি সম্ভব।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সহায়তা বাড়লে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে পারবে। এবারের ডাকসু নির্বাচনে পার্বত্য এলাকার সাদিক কায়েম, সর্বমিত্র চাকমা, হেমা চাকমাসহ অনেকেই অংশ নিয়েছেন, যা ইতিবাচক দিক।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ জয় লাভ করে। জিএস পদে নির্বাচিত ফরহাদ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।
ফরহাদের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের গাথাছড়া গ্রামে। স্থানীয় বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করে তিনি চট্টগ্রাম ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.