দেশচিন্তা ডেস্ক: বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব—প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ও পৌরসভার জলদি বড়ুয়া পাড়ার বৌদ্ধ মন্দির পরিদর্শন ও নগদ অর্থ উপহার প্রদান করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
সোমবার (৬ অক্টোবর) রাতে বাঁশখালী উপজেলার শীলকূপ ও পৌরসভার বড়ুয়া পাড়ার বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ধর্মাবলম্বী ও বৌদ্ধধর্মের ভিক্ষুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে নগদ অর্থ পৌঁছে দেন তিনি।
এ সময় পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম আইয়ুব, উপজেলা বিএনপি নেতা মহসিন চেয়ারম্যান, শীলকৃপ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী, শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইউনুস, সাবেক সদস্য সচিব হাজী ইউনুছ, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজুল হক জিল্লু, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল কাইছার বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আদিল চৌধুরী, উপজেলা যুবদল নেতা পারভেজ, ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, খোরশেদ আলম জিহানসহ উপজেলা ও পৌরসভার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।'
এ সময় মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, ‘প্রবারণা পূর্ণিমা শুধুই বৌদ্ধ ধর্মালম্বীদের অনুষ্ঠান নয়, এটি একটি উৎসব। আজ আমরা সবাই এখানে জমায়েত হয়েছি, এই উৎসব সবার জন্য। আমি আনন্দিত যে আমার বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালন করা হচ্ছে। এটাই বাংলাদেশের সার্থকতা। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি। বিএনপি জাতীয়তা ও ঐক্যের মাধ্যমে দেশ গড়ার চিন্তা করছে, এবং আজকের উৎসব আমাদের সেই পথে অনুপ্রাণিত করবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.