দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় বাসের হেলপার ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মোবারক হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৭ অক্টোবর) র্যাবের সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত বায়েজিদ বোস্তামি থানার মাইজপাড়ার মো. ফয়েজ আলীর ছেলে। তিনি ফুল মিয়াদের বাসায় ভাড়ায় থাকতেন।
তিনি বাসের হেলপার ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ির মানিরছড়িতে।
র্যাবের সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বলেন, গত ২৮ সেপ্টেম্বর মোবারকের সঙ্গে তার বাসার ভাড়াটিয়া ফুল মিয়ার সঙ্গে পানি ও বিদ্যুৎ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মোবারক কয়েকজনের সহযোগিতায় ফুল মিয়াকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করেন।
পরে তিনি আহত ফুল মিয়াকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।’
তিনি আরো বলেন, ‘হাসপাতালে তাকে মৃত ঘোষণা করলে ফুল মিয়ার মরদেহ বাসায় নিয়ে মোবারক খাটের নিচে রেখে দেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। উক্ত ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে বায়োজিদ থানায় সাত জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে র্যাব ছায়া তদন্তে নামে। গতকাল সোমবার রাতে পাঁচলাইশ থানার বিবিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোবারককে গ্রেপ্তারে সক্ষম হই আমরা। তাকে বায়েজীদ বোস্তামি থানায় হস্তান্তর করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.