দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের আয়োজনে চট্টগ্রাম ০৯ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থনে কর্মী সমাবেশে আজ ২৪ ডিসেম্বর বিকেল ০৩টায় নগরীর লালদিঘীরপার কে সি দে রোড নির্বাচনী অফিস থেকে ট্রাক র্যালী বের হয় টেরীবাজার, আন্দরকিল্লা, দিদার মার্কেট, চকবাজার, ষোলশহর, চট্টগ্রাম মেডিকেল, প্রবর্তক মোড়, গোলপাহাড়, মেহেদীবাগ, চট্টেশ্বরী, আলমাস সিনেমা, কাজীর দেওড়ী, আসকার দিঘীর পাড়, জামালখান, চেরাগী পাহাড়, ডিসি হিল, এনায়েত বাজার, তিনপুলের মাথা হয়ে প্রদক্ষিণ করে।
এতে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজ খান, বিলকিছ কলিম উল্লাহ, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর নীলু নাগ, সাংগঠনিক সম্পাদক হুসনে আরা, সহ- সাংগঠনিক সম্পাদক খুরশিদা বেগম, আইন সম্পাদক এড. রোকসানা আক্তার, আরও উপস্থিত ছিলেন হাসিনা আক্তার, হাসিনা আক্তার টুনু, লাইলী বেগম, ইসরাত আক্তার, তান্না আক্তার, ঝর্ণা বড়ুয়া, রুবি আক্তার, নাজমা মাওলা, হুরে আরা বিউটি, আয়েশা আলম, রাহুল দাশ, জেনিফা, মমতাজ বেগ, আয়েশা ছিদ্দিকী, পারভীন সুলতানা, শিল্পী আক্তার, শিপ্লী বসাক, শিমলা দাশ, কান্তা ইসলাম, মিনু, পারুল আক্তার। অংশগ্রহণকারী শিল্পীগণ হলেন- সুমন দাশ, নরায়ন দাশ, মো: হারুন, ঈসমাইল মনু, সোনিয়া ইদ্রিছ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.