দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ইয়াবা মামলায় মিয়ানমারের এক নাগরিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে একই মামলায় অপর আসামি মো. সেলিম হোসেনকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা’র আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামি মো. ইউসুফ (৩৫) মিয়ানমারের সালামত উল্লাহ’র ছেলে। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পুরাতন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউসুফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আসামি মো. সেলিম হোসেনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৩ আগস্ট দুপুরে র্যাব-৭ বাকলিয়া শাহ আমানত সেতু সংযোগ সড়কের কর্ণফুলী সিটি গার্ডেনের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় ইউসুফের কাছ থেকে ৪৯ হাজার ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ গ্রাম ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয়।
পরে ওই বছরের ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২২ সালের ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.