দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী বলেছেন, বাঁশখালীতে লাঙ্গলের গণজোয়ার দেখে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মেয়র ও সাংসদ আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরীর নির্বাচনী সমাবেশে হামলা করে আওয়ামীলীগ প্রার্থী প্রমান করেছেন তিনি গণতন্ত্রে বিশ্বাস করে না। পুলিশ-বিজিবির উপস্থিতিতে নির্বিচারে গুলি চালিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের আহত করা হলেও পুলিশ আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধে এগিয়ে আসেন নাই। তিনি বলেন হামলা মামলা গুলি ভাংচুর করে ভীতি সঞ্চার করা যাবে কিন্তু এবার বাঁশখালীতে লাঙ্গলের বিজয় ঠেকাতে পারবেন না। জনতার অকুন্ঠ সমর্থনে আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি অবিলম্বে জাতীয় পার্টি নেতাকর্মীদের উপর হামলকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের মাধ্যমে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে জোর দাবী জানান। অন্যথায় অস্থিতিশীল যে কোন পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। তিনি ২৩ ডিসেম্বর বিকাল ৪টায় বাঁশখালীতে জাপা প্রার্থীর নির্বাচনী সমাবেশে হামলার প্রতিবাদে চট্টগ্রাম পল্লীবন্ধু ছাত্র পরিষদ আয়োজিত মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সংগঠনের সভাপতি মো: ফয়সালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আরফাতুল মুনিরের পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে বিশেষ অতিথি ছিলেন নগর জাপা সহ সভাপতি ওসমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী বাবুল আহম্মদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজলে আজিম দুলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জাপার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফিরোজুল ইসলাম তালুকদার, জেলা শ্রমিক পার্টির সভাপতি আবুল কাশেম, নগর স্বেচ্ছাসেবক পার্টি সদস্য সচিব এমদাদ হোসেন চৌধুরী, ছাত্রসমাজ কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, মঞ্জুরুল আলম মঞ্জু, সুমন বড়–য়া, নগর ছাত্র সমাজ নেতা ফারুকুল ইসলাম, পরিবর্তন চট্টগ্রাম সাধারণ সম্পাদক এহসান আল কুতুবী, ছাত্রসমাজ নেতা মো: মামুন, ওসামা বিন আলী, মো: মহিউদ্দীন, নাঈমুল করিম, জাবেদ হাসান তারেক, বাপ্পী আহামেদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.